নওগাঁয় দিনমজুর জাহাঙ্গীর প্রামাণিক হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং অপর একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক গাজী দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
দণ্ডিতরা হলেন রেজাউল ইসলাম ও লাকি বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
রায়ে বিচারক রেজাউলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ দিন কারাদণ্ড দিয়েছেন তার স্ত্রীকে।
মামলায় বলা হয়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের মার্চে জাহাঙ্গীরকে জবাই করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় মামলা করেন নিহতের স্ত্রী সাথী।
একই বছর ৩০ এপ্রিল এই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ।
মামলায় বাদীর আইনজবীবী ছিলেন সামছুর রহমান এবং আসামিপক্ষ হয়ে লড়েন এমএইচএম জাহাঙ্গীর আলম। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।