ঢাকার ধামরাইয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঈসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেলটির এক আরোহী আহত হয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ঈসমাইলের বাড়ি ধামরাইয়ের বাথুলী এলাকায়। তিনি ধামরাই উপজেলার কালামপুর থেকে বাড়ি যাচ্ছিলেন।
পুলিশ পরিদর্শক মনিরুল জানান, ঈসমাইল মোটরসাইকেলে বাথুলী যাওয়ার সময় বাথুলী বাসস্ট্যান্ডে ঢাকাগামী সেবা গ্রীনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলের অপর আরোহীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ঈসমাইলের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।