টাঙ্গাইল পৌর শহরের কালিপুর শ্রীশ্রী লোকনাথ মন্দিরে গভীর রাতে তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ছয়টি তালা ভেঙে মূল মন্দিরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা দেবতার দুটি চূড়া, গলার চেইন, টিপ, তুলসী পাতা ও কানের দুলসহ প্রায় এক ভরি স্বর্ণলঙ্কার চুরি করে।
এ ছাড়া মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও এই মন্দির থেকে ছয়টি সিসি ক্যামেরা, একটি ফ্যানসহ একাধিক সরঞ্জাম চুরি হয়েছিল। স্বর্ণালংকার চুরি হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
লোকনাথ মন্দিরের সভাপতি প্রদীপ কুমার রায় জানান, ‘গভীর রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে সেটা আমরা বুঝতে পারছি না। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং আতঙ্কিত।
‘ইতিমধ্যেই পুলিশ মন্দিরে এসে আমাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, আমাদের অফিসার ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।