বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ স্থাপনা উচ্ছেদে মহাসড়কে অভিযান

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ১৪:৫৬

সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা আঞ্চলিক অ্যাস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হয়েছে। কিন্তু দখলদাররা তা না মানায় সোমবার থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার অভিযানের শেষ দিন।

চুয়াডাঙ্গায় আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ।

চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় এই অভিযান।

সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা আঞ্চলিক অ্যাস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়কের পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হয়েছে। কিন্তু দখলদাররা তা না মানায় সোমবার থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার অভিযানের শেষ দিন।

তিনি বলেন, দখলদারেরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেয়া হচ্ছে না।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে দখলদার ও প্রভাবশালীরা। বারবার তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কেউ কেউ নিজ উদ্যোগে সড়কের জায়গা থেকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন।

‘যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ (মঙ্গলবার) দামুড়হুদার জয়রামপুর এলাকা থেকে অভিযান শুরু করা হয়েছে। বিকেল পর্যন্ত অভিযান চালানো হবে দর্শনা ও জীবননগর এলাকায়।’

তিনি আরও জানান, সোমবারের অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর