মাগুরায় এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
সদর থানায় সোমবার বিকেলে মেয়েটির মামা দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
মামলায় বলা হয়, কিশোরীর সঙ্গে স্থানীয় ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে ছেলেটি শারীরিক সম্পর্ক গড়ে। কিন্তু পরে সে বিয়ের বিষয়ে টালবাহানা করায় মেয়েটি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এরপর গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ওই যুবক তার বন্ধুর মাধ্যমে মেয়েটিকে পাশের একটি বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সে এখনও সেখানে চিকিৎসাধীন।
মেয়েটি নিউজবাংলাকে বলে, ‘আমার বাবা-মা কেউ নেই। নানাবাড়িতে ছোটকাল থেকে বড় হচ্ছি। সে আমার সরলতার সুযোগ নিয়েছে। প্রতারণা করেছে। আমি ওর ফাঁসি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।