বাগেরহাটের মোল্লাহাটে বাবার আঘাতে আড়াই বছর বয়সী এক শিশুর প্রাণহানির অভিযোগ পাওয়া গেছে।
নিহত শিশুর নাম রাইসা আক্তার।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিশুটির বাবা হুমায়ুন সরদার।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন হুমায়ুন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে রাইসাকে আছাড় দেন তার বাবা। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছেন। আইনি ব্যবস্থা নেয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুনকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।’