সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালীতে শতকণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়েছে।
সোমবার দুপুরে নোয়াখালী পৌরসভার মুজিব চত্বরে পৌরসভার মেয়র শহীদ উল্যা খাঁন সোহেলের ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়।
মেয়র নিজে এবং ছাত্রলীগ-যুবলীগের শতাধিক কর্মী একযোগে এই ভাষণ পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম, জাহিদুর রহমান শামীম, বদরুল হাসাম বাবলু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য রহমত উল্যা ভূঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমানসহ আরও অনেকে।
ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে শহরজুড়ে প্রশাংসায় ভাসছেন মেয়র সোহেল।
এ ছাড়া কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ জনহিতকর কার্যক্রম।