যশোরে সোনা চোরাচালান মামলার দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।
রোববার যশোর জেলা সিনিয়র জজ আদালতে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন খুলনার পাইকগাছার হাশিমপুর গ্রামের সাহাপাড়ার বাসিন্দা তহিদুর রহমান খাঁন ও বাগেরহাট সদরের বোটপুর গ্রামের আব্দুল মালেকুর।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়া থানা পুলিশ একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করে। পড়ে দুই দিন পর প্রাইভেটকারটি তল্লাশি করে ১২ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বাঘারপাড়া থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক আবুল খায়ের মোল্যা দুজনের বিরুদ্ধে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেন।
রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।