বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি নির্দেশনা না মানায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানকে জরিমানা

  •    
  • ২২ মার্চ, ২০২১ ২০:০০

দেশব্যাপী করোনার বিস্তার রোধে সারা দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশ অমান্য করে শেরপুরের বিভিন্ন জায়গায় গোপনে স্কুলের কার্যক্রম পরিচালনা করছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। খবর পেয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সেই সময় শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুলকে ১০ হাজার ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুরের শ্রীবরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের কার্যক্রম পরিচালনা করায় দুই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান জানান, দেশব্যাপী করোনার বিস্তার রোধে সারা দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশ অমান্য করে শেরপুরের বিভিন্ন জায়গায় গোপনে স্কুলের কার্যক্রম পরিচালনা করছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। খবর পেয়ে শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সেই সময় শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুলকে ১০ হাজার ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মনজুর।

অভিযান পরিচালনার সময় উপজেলার একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর