চুয়াডাঙ্গায় আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।
সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে এই অভিযান শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত।
অভিযানে পৌর এলাকাসহ কয়েকটি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা ও আধা পাকাসহ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। অনেকে আবার নিজে থেকে সরিয়ে নেন তাদের স্থাপনা।
চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে নিউজবাংলাকে জানান, সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন দখলদার ও প্রভাবশালীরা। গত কয়েকদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়েছে।
কিন্তু দখলদাররা সড়ক থেকে এসব স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়কের দুই পাশ থেকে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পুলিশ ও সড়ক বিভাগের সমন্বয়ে গঠিত টিম উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছে। দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় একইভাবে অভিযান চালানো হবে। আগামীকাল দর্শনা ও জীবননগরে অভিযান চালাবে সড়ক বিভাগ।