বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক হত্যা মামলার রায়ে পাঁচ আসামির যাবজ্জীবন

  •    
  • ২২ মার্চ, ২০২১ ১৭:০০

সাজাপ্রাপ্ত আসামি সাগর এবং মোহাম্মদ হক আদালতে উপস্থিত থাকায় বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামি আলফাজ, হামিদুল ও সোনাকে দ্রুত গ্রেপ্তার করার আদেশ দেন ।

দীর্ঘ‍ ১১ বছর পর মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের কৃষক নুর ইসলাম হত্যা মামলার রায়ে পাঁচ আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- হিজুলী গ্রামের সাগর আহমেদ ,মোহাম্মদ হক, হামিদুল ইসলাম0, সোনা এবং সদর থানার গোভিপুর গ্রামের আলফাজ উদ্দিন ।

সাজাপ্রাপ্ত আসামি সাগর এবং মোহাম্মদ হক আদালতে উপস্থিত থাকায় বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালত পলাতক আসামি আলফাজ, হামিদুল ও সোনাকে দ্রুত গ্রেপ্তার করার আদেশ দেয়।

মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলি গ্রামের কৃষক নুর ইসলামকে নির্মমভাবে খুন করা হয়।

পরদিন সকালে হিজুলি গ্রামের মাঠ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে মোট ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল প্রাথমিক তদন্ত শেষে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। পলাতক আসামিদের আটকের দিন থেকে সাজা শুরু হবে বলে জানায় আদালত। আসামিদের স্বজনরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর