রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার ভোরে মারা যান চিকিৎসক লুৎফর রহমান। পুলিশ ও চিকিৎসকের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
লুৎফরের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভবানিপুর এলাকা। তিনি রাজশাহী মেডিক্যালের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হেপাটোলজি বিষয়ে তিনি এমডি করছিলেন।
রাজশাহী মেডিক্যালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তও করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘লুৎফর রাজশাহী মেডিক্যালের একটি মেসে ছিলেন। সেখানেই তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘লুৎফর গত রাতে (রোববার) ইন্টার্নদের কোয়ার্টারে ছিলেন। আমরা জানতে পেরেছি, মাল্টিপল ড্রাগ অর্থাৎ কয়েক ধরনের ওষুধ একসঙ্গে করে খেয়েছেন। এতেই অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আরও নিশ্চিত করে এবং বিস্তারিতভাবে বলা যাবে।’