নিহত আব্দুর রাজ্জাক নাটোরের বনপাড়ায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
নাটোরে ট্রাকচাপায় প্রাণ হারালেন সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক। শহরতলির দিঘাপতিয়া এলাকায় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামের নাদের আলীর ছেলে। তিনি বনপাড়া সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার উপপরিদর্শক প্রতুল কুমার জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে দিঘাপতিয়া ওয়াই মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
প্রতুল জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।