আগুনের সূত্রপাত এস কে এন্টারপ্রাইজ নামের একটি গুদাম থেকে। তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গুদামে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে সেখানে যায়।
নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জে পোল্ট্রি ফিডের দুটি গুদামে লাগা আগুনে পুড়ে গেছে পশুখাদ্য ও সরঞ্জাম।
নিতাইগঞ্জের মাছুয়া বাজার এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে জানান, আগুনের সূত্রপাত এস কে এন্টারপ্রাইজ নামের একটি গুদাম থেকে। তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গুদামে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে সেখানে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।