স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। সে সময় মাটি ও বালু বহনকারী ড্রাম ট্রাকে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া শহরে ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
শহরের মজমপুর গেট এলাকায় ট্রাফিক অফিসের সামনে রোববার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, রাতে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। সে সময় মাটি ও বালু বহনকারী ড্রাম ট্রাকে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।