বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃত ছেলের জমানো টাকা আনা হলো না মিয়াজান বিবির

  •    
  • ২২ মার্চ, ২০২১ ০২:০২

চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, মিয়াজান বিবির ছেলে মোহর আলী ঢাকার সাভারে বসবাস করতেন। ওই সময় তিনি বেশ কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। ২০২০ সালে মোহর আলী মারা যান। ছেলের এই টাকার মালিকানা দাবি করেন বৃদ্ধ মিয়াজান বিবি। আইনি প্রক্রিয়া শেষে দুইজন আইনজীবী নিয়ে মিয়াজান বিবির পরিবার সাভার যাচ্ছিল। পথে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি।

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় রোববার ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ৯ জনের বাড়িই ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। সকাল ৯টার দিকের ওই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত ব্যক্তিরা হলেন জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাগানমাঠ গ্রামের আব্বাস আলী, তার ভাগনে মাইক্রোবাসচালক আল আমিন, ভৈরবা গ্রামের বৃদ্ধ মিয়াজান বিবি, তার মেয়ে আমেনা খাতুন, পুত্রবধূ কুটি বিবি, নাতিনজামাই জুয়েল হোসেন, নাতনি মরিয়মনেছা ও তার ৫ বছরের শিশু মুজাহিদ এবং গ্রামের মাতবর হিসেবে পরিচিত নজরুল ইসলাম।

বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, ৬৬ বছর বয়সী মিয়াজান বিবির ছেলে মোহর আলী ২০১৪ সাল থেকে স্ত্রী, ছেলে-মেয়ে রেখে ঢাকার সাভারে বসবাস করতেন। ওই সময় তিনি বেশ কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। ২০২০ সালে মোহর আলী মারা যান। ছেলের এই টাকার মালিকানা দাবি করেন বৃদ্ধ মিয়াজান বিবি। আইনি প্রক্রিয়া শেষে দুইজন আইনজীবী নিয়ে রোববার মিয়াজন বিবির পরিবার সাভার যাচ্ছিল। পথে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি।

কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেল জানান, মাইক্রোবাসটি মহাসড়কের মাঝকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দুইজন নিহত হন। আহত হন আরও ১০ যাত্রী।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

এ বিভাগের আরো খবর