গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকার সঙ্গে আরেকটি নৌকার সংঘর্ষে পানিতে ডুবে এক নারী মারা গেছেন।
রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার কামারজানি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ পাঁচজন।
কামারজানি ইউনিয়ন পরিষদের চৌকিদার মেরাজল হক জানান, উপজেলার কুঠিপাড়া থেকে বরযাত্রীবাহী নৌকাটি কামারজানির বাদিয়ারা যাচ্ছিল। কামারজানি বাজার এলাকায় পৌঁছালে আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।
আরোহীদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ফাতেমা বেগম ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। ফাতেমার বাড়ি সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুঠিপাড়ায়।
দুর্ঘটনায় শিপন মিয়া নামে এক শিশু দুই নৌকার মাঝে পড়ে গুরুতর আহত হয়। তাকেসহ তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, দুর্ঘটনায় এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।
তিনি আরও জানান, বরযাত্রীবাহী নৌকায় ১৫-২০ জন ছিলেন। অপর নৌকায় ছিলের মাঝি ও তার সহকারী।