যমুনা নদীর সৌন্দর্য্য উপভোগ করতে গিয়েছিলেন সিরাজগঞ্জ উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন। হঠাৎ তিনি পানিতে পড়ে যান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল যখন তাকে উদ্ধার করে, ততক্ষণে তার দেহে আর প্রাণ ছিল না।
রোববার বিকালে সিরাজগঞ্জ শহরের পুরনো জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ফারহানা কীভাবে নদীতে পড়েছেন, সেটা কেউ বলতে পারছে না।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার নিউজবাংলাকে জানান, ফারহানা নাজনীন বিকেলে নদীর তীরে হাঁটাহাঁটি করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, এক পর্যায়ে তিনি তীরে বসে দু হাত দিয়ে মাথায় পানিও দিয়েছেন।
কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আর দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। আইনশৃঙ্খলা বাহিনীটি ছাড়াও ফায়ার সার্ভিসের একটি দল আসে ঘটনাস্থলে। তারা নদী থেকে মরদেহ উদ্ধার করে।
পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়।
আনুমানিক ৩০ বছর বয়সী ফারহানা নাজনীন সিরাজগঞ্জ যোগ দিয়েছেন মাস ছয়েক আগে। তিনি শহরের হোসেনপুর এলাকায় স্বামীকে নিয়ে সরকারি কোয়ার্টারে থাকতেন।
ফারহানার স্বামী জাকির হোসেন ঢাকায় চাকরি করেন। তবে গত রাতে তিনি সিরাজগঞ্জে ছিলেন। সকালে তার আগের কর্মস্থল পাবনা বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে যান।
বিকালে দুর্ঘটনার খবর পেয়ে ফারহানার স্বামী সিরাজগঞ্জে ফিরে আসেন।
প্রাণ হারানো এই সরকারি কর্মকর্তার বাড়ি রাজশাহী। তবে বিস্তারিত ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি।