বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভেজাল ঘি বেচে জরিমানা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ মার্চ, ২০২১ ২৩:০১

‘আসন্ন রমজান উপলক্ষে রোববার মদুনাঘাট বাজারে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, দোকানে মূল্য তালিকা টানানো নিশ্চিত করা এবং নকল ও ভেজাল পণ্য বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে যেন সাধারণ ভোক্তাদের কোনো সমস্যা না হয়, সে জন্যেই এ অভিযান নিয়মিত চলবে।’

চট্টগ্রামের হাটহাজারীতে ভেজাল ঘি বিক্রি করায় এবং মূল্য তালিকা না টানানোয় দুই দোকানিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার মদুনাঘাট বাজারে এই অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

দুই ব্যবসায়ীকে সাজা দিয়ে বাজারের সব দোকানিকে সতর্ক করে আদালত। বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদকেও মূল্য তালিকা টানানোর জন্য মাইকিং করার নির্দেশ দেয়া হয়।

ইউএনও রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে রোববার মদুনাঘাট বাজারে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, দোকানে মূল্য তালিকা টানানো নিশ্চিত করা এবং নকল ও ভেজাল পণ্য বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে যেন সাধারণ ভোক্তাদের কোনো সমস্যা না হয়, সে জন্যেই এ অভিযান নিয়মিত চলবে।’

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গত ১৮ মার্চ বাজার মনিটরিং করার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমান।

এ বিভাগের আরো খবর