বাগেরহাট পৌরসভার দশানী এলাকার একটি ভাড়া বাসা থেকে ৬৩০ লিটার দেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার গভীর রাতে দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুইজন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের আল ইমরান শেখ ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের সরোয়ার হোসেন।
বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দেশি মদ বিক্রির তথ্য পেয়ে তারা বাড়িটিতে অভিযান চালান। এ সময় ৬৩০ লিটার দেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে মদ এনে ওই বাড়িতে মজুদ করা হতো। খুচরা বিক্রিসহ বিভিন্ন এলাকায় এখান থেকে মদ সরবরাহ করা হতো।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।