আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি। তাদের কর্মসূচিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
আদালত বর্জনের সিদ্ধান্ত জানিয়ে রোববার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, নতুন নাজির নিয়োগের বিষয়ে তারা ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের কাছে গেলে আদালতের কর্মচারীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে চার থেকে পাঁচ জন আইনজীবী আহত হন। পরে জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় আদালত বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা জজ বজলুর রহমান, নাজির মাসুদুজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল ইসলামকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানানো হয় মানববন্ধনে।
এই আইনজীবী নেতার অভিযোগ, নানা প্রলোভন দেখিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেন নাজির মাসুদুজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল।
পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পাঠান আইনজীবীরা।
আইনজীবীরা উপস্থিত না থাকায় কোনো আদালতে শুনানি হয়নি। এতে বিচারপ্রার্থীরা পড়েছেন অনিশ্চয়তায়। কারও আটকে আছে জামিন আবেদন, কারও যু্ক্তি উপস্থাপন স্থগিত হয়ে গেছে।
গত ১৮ মার্চ দুপুরে জেলা জজ আদালতের নতুন নাজির নিয়োগকে কেন্দ্র করে আদালত কর্মচারীদের সঙ্গে আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর (ভারপ্রাপ্ত জেলা জজ) কার্যালয় ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।