প্রচণ্ড ব্যথা দূর করতে ব্যবহার করা ইনজেকশন জি মরফিন অবৈধভাবে বিক্রি করায় বরিশালে এক যুবককে আট বছর থাকতে হবে কারাগারে। তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এই রায় দেন।
অপারেশনের পর এই ইনজেকশন ব্যবহার করা হয় ব্যথা দূর করতে। তবে এটি কিনতে চিকিৎসকদের অনুমতি প্রয়োজন হয়। তবে এই ইনজেকশন নেশায় ব্যবহারের প্রবণতা রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, সাজাপ্রাপ্ত রাসেল বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার রাজ্জাক স্মৃতি কলোনির বাসিন্দা। তাকে ২০১৯ সালের ৯ জুন নগরীর গোড়া চাঁদ দাস রোড এলাকা থেকে আটক করে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সে সময় তার কাছ থেকে ১০টি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। সেদিনিই তার বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন একই বছরের ২৮ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেন।
৯ জনের সাক্ষ্য শেষে বিচারক রাসেলকে এই সাজা দেন।
তবে রাসেল রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। বিচার চলাকালে জামিন নিয়ে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।