চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল খালেক নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সঙ্গে থাকা মঞ্জু নামে আরেকজন।
রোববার দুপুর ২টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক নগরীর উত্তর ফতেয়াবাদ এলাকার বাসিন্দা। তবে আহত মঞ্জু পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
খাগড়াছড়ি-নাজিরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, মোটরসাইকেল নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন খালেক। বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বরে পৌঁছালে পেছন দিক থেকে কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত খালেক ও মঞ্জুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে যান। যানবাহনটি জব্দ করা হয়েছে।