টিকা নেয়ার ছয় সপ্তাহের মাথায় নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী কাজি সুবর্ণা আক্তারও করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজনই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
রোববার বেলা ২টার দিকে নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক ও তার স্ত্রীর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়।
ওই পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। বিকেলেই তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটের কেবিনে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসক গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জানিয়ে সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত জেলা প্রশাসক ভালো আছেন। করোনাভাইরাসের কোনো লক্ষণ তার শরীরে দেখা দেয়নি। তবে কাজি সুবর্ণা আক্তারের জ্বর, শারীরিক দুর্বলতাসহ কিছু লক্ষণ দেখা দিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৮৭৭ জন করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন এবং মারা গেছেন ১৬ জন।