চট্টগ্রাম নগরে পাহাড়তলী গার্লস স্কুলে সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের কর্মশালায় হামলার ঘটনায় করা মামলার ১২ আসামির জামিন নাকচ করেছে আদালত।
মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমান রোববার দুপুরে আসামিদের জামিন নাকচ করেন।
গত ২০ জানুয়ারি দুপুরে আকবর শাহ থানার পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রিজাইডিং অফিসারদের কর্মশালায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ আছে, এ সময় লাঞ্ছিত করা হয় শিক্ষকদের।
এ ঘটনায় আকবর শাহ থানায় ২০ জনের নামসহ অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা হয়। এজাহারনামীয় আসামিরা জামিনের জন্য উচ্চ আদালতে গেলে তাদের ২৫ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘আজ মামলাটি শুনানির তারিখ ছিল। আদালতে ২০ জন আসামির মধ্যে ১৮ জন উপস্থিত হয়ে জামিন চান।
আদালত অনুপস্থিত ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৮ জনের মধ্যে ৬ জনের বয়স, অসুস্থতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জামিন দেয়। এ ছাড়া ১২ জনের জামিন নাকচ করে জেল হাজতে পাঠায়।