বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিবেশীর ছাদে পা‌নির ট্যাংকে যুব‌কের মরদেহ

  •    
  • ২১ মার্চ, ২০২১ ১৬:০২

বকুল হো‌সে‌ন বা‌ড়ির ছা‌দে পা‌নির ট্যাং‌কির পাশে জামা-প‍্যান্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি পানির ট‍্যাংকটির ভেতরে তাকালে ভাসতে থাকা একটি মর‌দেহ দেখ‌তে পান।

মেহেরপুর শহরে একটি বাড়ির পা‌নির ট্যাংকি থে‌কে এক যুবকের মর‌দেহ ফায়ার সা‌র্ভি‌সের সহ‌যো‌গিতায় উদ্ধার করেছে পুলিশ।

বেড়পাড়া এলাকার বকুলের বাড়ির ছাদ থেকে রোববার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মে‌হেরপুর জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপ‌ার জা‌মিরুল ইসল‌াম নিউজবাংলাকে জানান, বকুল হো‌সে‌ন বা‌ড়ির ছা‌দে পা‌নির ট্যাং‌কির পাশে জামা-প‍্যান্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি পানির ট‍্যাংকটির ভেতরে তাকালে ভাসতে থাকা একটি মর‌দেহ দেখ‌তে পান।

পরে রাকিবুলের বাড়ির লোকজন ও প‍্রতিবেশী পুলিশকে খবর দেন।

পু‌লিশ সুপ‌ার জা‌মিরুল আরও জানান, ধারণা করা হচ্ছে, শ‌নিবার রা‌তের কোনো এক সময় তিনি পানিতে ডুবে মারা গেছেন।

মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। মৃত্যুর স‌ঠিক কারণ তদন্তের পর বলা যাবে।

এ বিভাগের আরো খবর