বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ব্ল্যাকমেইলে অতিষ্ট’ হয়ে খুন, গ্রেপ্তার প্রবাসী দম্পতি

  •    
  • ২০ মার্চ, ২০২১ ২৩:৩০

এসপি মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘ভিডিও ও ছবি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেন নিজাম। ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকাও হাতিয়ে নেন তিনি। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাবও দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। বিষয়টি তিনি স্বামীকে জানালে নিজামকে খুনের পরিকল্পনা করেন প্রবাসী।’

যুক্তরাষ্ট্র প্রবাসী ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ফুচকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন। অব্যাহত ব্ল্যাকমেইলে অতিষ্ট হয়ে তাকে খুন করেন প্রবাসী ও তার লোকজন।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

তিনি জানান, এ ঘটনায় ১৭ মার্চ দেশত্যাগের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেন তারা।

পুলিশ সুপার জানান, প্রায় চার বছর আগে যুক্তরাষ্ট্রে যান ওই প্রবাসী। ২০২০ সালের নভেম্বরে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশে আসেন তিনি। বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকার সুবাদে নিজামের সঙ্গে সুসম্পর্ক হয় তাদের। এই সুযোগে প্রবাসীর শোবার ঘরে ও বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করে রাখেন নিজাম।

এসপি জানান, পরে সেই ভিডিও ও ছবি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেন নিজাম। ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকাও হাতিয়ে নেন তিনি। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে তার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন নিজাম। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। বিষয়টি তিনি স্বামীকে জানালে নিজামকে খুনের পরিকল্পনা করেন প্রবাসী।

এসপি মোহাম্মদ উল্ল্যা আরও জানান, ১১ মার্চ সন্ধ্যায় নিজামউদ্দিনকে স্ত্রীর মাধ্যমে ফোন করে একটি গ্যারেজে ডেকে আনা হয়। সেখানে প্রবাসীসহ অন্য আসামিরা তাকে হত্যা করে লাশ একটি ঝোপে রেখে পালিয়ে যায়। ওই দিনই হবিগঞ্জ থেকে পালিয়ে যান স্বামী-স্ত্রী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৫ মার্চ নিহত নিজাম উদ্দিনের বাবা প্রবাসী দম্পতিসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিভাগের আরো খবর