নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।
কিশোরীর মা শনিবার দুপুরে স্বামীর বিরুদ্ধে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, ১৫ বছরের ওই কিশোরী মা ও ছোট বোনের সঙ্গে সৎ বাবার কাছে থাকত। আসামি এ সুযোগে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ওসি আরও জানান, সবশেষ গত ১৪ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন আসামি। ওই সময় চিৎকার দিয়ে তিনি পালিয়ে যান। পরে ওই কিশোরী তার মাকে ইশারায় ঘটনাটি জানায়।
মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।