ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সদর থানার উদ্যোগে শেরপুরে প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় কুমরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শারমিন রহমান অমি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আকন্দ, ইউনিয়ন বিট পুলিশিংয়ের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল আলম মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, নারীর নিরাপত্তার জন্য সবাইকে সচেতন হতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে। আগে সেবা পেতে পুলিশের পেছনে পেছনে মানুষকে ঘুরতে হত। এখন সেবা দিতে আপনাদের কাছে আসছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান বলেন, ‘আমরা সবসময়ই আপানাদের সেবায় নিয়োজিত আছি। আমাদের মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন আমরা মনে করি জামাই যেন তার কথামতো চলে। আর অন্যের মেয়ে যখন বউ হয়ে আমাদের বাড়িতে আসে সে যেন আমার ছেলের কথামতো চলে। এরকম বিপরীত অবস্থানের কারণেই আমাদের সমাজে নারী নির্যাতন বন্ধ হচ্ছে না।
শারমিন রহমান অমি বলেন, নারীরা এখন সব ক্ষেত্রেই এগিয়ে আছে। নারী নির্যাতন করে কেউ রেহাই পাবেনা। সবাইকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের ফোন নাম্বার সবসময়ই আপনাদের জন্য খোলা থাকে। আমাদের নম্বরে ফোন দেয়ার সঙ্গে সঙ্গে সেবা পাবেন।