চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে দুটি শিশু। দুইজন খেলতে গিয়ে কোনো এক সময় জলাশয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো ১০ বছর বয়সী আনিকা ও ১১ বছর বয়সী আলিফা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
আনিকা উপজেলার ইছাখালী এলাকার মো. হারুনের মেয়ে। আলিফা ঘাতচেক এলাকার আলী আকবরের মেয়ে।
আলিফার মামা শওকত হোসেন নিউজবাংলাকে জানান, দুপুরের দিকে খেলতে খেলতে কোনো এক সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় দুজন। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায়।
তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু নিউজবাংলাকে বলেন, ‘মেয়ে দুটি এক নিকটাত্মীয়ের কাছে বেড়াতে এসেছিল বলে জানতে পেরেছি।’