বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ি থেকে নয়ন মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী নিউজবাংলাকে জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের এক দিনমজুরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন নয়ন মণ্ডল।
পরে ১৮ বছর বয়সী মেয়েটি তার পরিবারকে বিষয়টি খুলে বলেন। পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা জানালে তারা বিচারের আশ্বাস দেন। কিন্তু এক মাস পার হয়ে গেলেও তারা কোনো পদক্ষেপ না নেয়ায় গত শুক্রবার রাতে মেয়েটির বাবা থানায় মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়।