নারায়ণগঞ্জে রূপগঞ্জে র্যাব পরিচয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার রাতে মামলাটি করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির।
তিনি নিউজবাংলাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পাহাড়িয়া কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজীউর রহমান শুক্রবার দুপুরে মাইক্রোবাসে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন। পথে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থামিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়া হয়।
ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান নিউজবাংলাকে জানান, তিনি পোশাক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাজধানীতে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে ৭০ লাখ টাকা তুলে বেইলি রোডের বাসায় ছিলেন। সকালে গাড়ি নিয়ে তিনিসহ চারজন বাড়ির উদ্দেশে রওনা দেন। গাড়িটি রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় পৌছাঁলে র্যাবের পোশাক পরা ৬ জন গাড়িটি থামায়।
তিনি বলেন, ‘ওই ব্যক্তিরা ইয়াবা আছে দাবি করে তল্লাশির জন্য গাড়িটি সড়কের পাশে রাখতে বলেন। তাদের দুজনের কাছে অস্ত্র ছিল। ওয়াকিটকি ও হ্যান্ডকাফও ছিল। পরে চালক নওশাদকে গাড়ির পেছনে নিয়ে বেঁধে রাখেন তারা। ওই সময় ডাকাত ডাকাত চিৎকার করলে আমাকে ও অন্যদের হাত-পা, চোখ, মুখ বেঁধে মারধর করা হয়। সঙ্গে থাকা ৭০ লাখ টাকাও ছিনিয়ে নেয়া হয়।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ভুলতায় ফ্লাইওভারের ওপরে গাড়িটি থামিয়ে গাড়ির চাবি নিয়ে চলে যান র্যাবের পোশাক পরা ব্যক্তিরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ভুলতা পুলিশ ফাঁড়িতে যান। রাতে রূপগঞ্জ থানায় মামলা করে পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরেছেন।
ওসি মহসীনুল কাদির জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।