ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাঙ্গাত্মক ছবি ও ভিডিও আপলোড করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে সদর থানা পুলিশ।
শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক কিশোরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সবুর্ণজয়ন্তী উদযাপনে ২৬ মার্চ দেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফর বানচাল করার চেষ্টা করছে একটি পক্ষ।
বাংলাদেশে মোদির এই সফরের বিরোধিতা করে বামপন্থি দলগুলোর পাশাপাশি ধর্মভিত্তিক দলগুলো নানা বক্তব্য দিচ্ছে। সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে নানা কর্মসূচিও পালন করছে তারা।
এর মধ্যে শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররমে ধর্মভিত্তিক দলের বিক্ষোভে একজন বক্তা মোদির সফর ঠেকাতে সন্ত্রাসী হয়ে উঠার ঘোষণা দেন। ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’ এই ধরনের বক্তব্য দিয়ে সমালোচিতও হন তিনি।
পুলিশ এরই মধ্যে এই ধরনের বক্তব্য ও কর্মসূচি নিয়ে সতর্ক করেছে।
মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা ছিল অভাবনীয়। তারা মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশ সরকারকে তাদের দেশে বসে কার্যক্রম চালাতে দিয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করেছে এবং শেষ দিকে নিজেও যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের অভ্যুদয়ের সহায়তা করেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মোদিকে বিজেপি নেতা নয়, আমন্ত্রণ জানানো হয়েছে একাত্তরের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।