পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় অনুরাধা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস বৈশাখী নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
বুধন্তি গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে অনুরাধা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অনুরাধার।
ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।