মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা খেয়াঘাট এলাকায় শনিবার বেলা ১২টার পর এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান নিউজবাংলাকে জানান, অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে সাদাপুর ও তুলাপুর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় কয়েকটি দোকান।
দুইপক্ষেরই আহত হয় অন্তত ৩০ জন। তাদের মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এখনও এলাকার পরিস্থিতি থমথমে।