বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাসের সংঘর্ষে নিহত ৪

  •    
  • ২০ মার্চ, ২০২১ ১২:১৩

ঢাকা থেকে নাবিল পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। রংপুর থেকে আসিছিল সৃষ্টি পরিবহনের আরেকটি বাস । শেরপুরে পৌঁছালে বাস দুইটির মধ্যে সংঘর্ষ হয়।

বগুড়ার শেরপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

ঢাকা-বগুড়া মহাসড়কের পল্লি উন্নয়ন একাডেমির সামনে শুক্রবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালক মো. রওশন। তিনি রংপুর জেলার মিঠাপুর থানার কারফিখাল গ্রামের বাসিন্দা। আরেকজন বাসের সুপারভাইজার মো. মাসুদ। তিনিও রংপুরের বাসিন্দা। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

আহত ব্যক্তিরা হলেন মো. রনি, ফরিদুল ইসলাম, আল আমিন, ফজলা মিয়া, আজিদুল ইসলাম, সিরাজুল ইসলাম। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে নাবিল পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। রংপুর থেকে আসছিল সৃষ্টি পরিবহনের আরেকটি বাস।

দুই বাস শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় পৌঁছালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৃষ্টি পরিবহনের চালক ও সুপারভাইজার মারা যান।

আহত ১১ জনকে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ১১ জন ভর্তি হন। সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। বাকি ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে রাখা আছে।

এ বিভাগের আরো খবর