মৌলভীবাজারের সীমান্ত এলাকায় ভারতীয় অংশে বাপন মিয়া বাপ্পা নামের এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
নিহত বাপ্পার বাড়ি জুড়ি উপজেলার পূর্ব বটুলী গ্রামে।
স্থানীয় বাসিন্দা খালিক মিয়া নিউজবাংলাকে জানান, রাতের কোনো এক সময়ে বাপ্পা বটুলী সীমান্ত দিয়ে ভারতে যান। ভারতের ধর্মনগর থানার বকবকি এলাকায় শনিবার ভোরে লোকজন তার গুলিবিদ্ধ মরদেহ দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়।
ফুলতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন জানান, তারা ঘটনা শুনছেন, বটুলী সীমান্তে যাচ্ছেন।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম সিদ্দীকি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এ বিষয়ে কিছু জানায়নি। পতাকা বৈঠকের ব্যবস্থা চলছে।