হত্যা, বিস্ফোরক, অগ্নিসংযোগসহ ৯ মামলায় গ্রেপ্তার এড়াতে ২০১৫ সালে দেশ ছেড়েছিলেন ফেনীর দাগনভূঁঞার কাজী বোরহান উদ্দিন। পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পাঁচ বছর পর বৃহস্পতিবার বোরহান দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারের পর তাকে ফেনীর দাগনভূঁঞা থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, বোরহান বৃহস্পতিবার দেশে ফিরবেন। তথ্য যাচাই করে পরে র্যাব সদস্যরা চট্টগ্রাম থেকে রাজধানীতে গিয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বোরহান ২০১৩ ও ২০১৪ সালে দাগনভূঁইয়া এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ৯টি মামলা হয়। সব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারিপরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতেই দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান বোরহান।