চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বিদ্যালয়ের পাশে একটি বাগান থেকে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোজাহেরুল হক চৌধুরী। তিনি বাগান মালিকদের একজন।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, সরফভাটা ক্ষেত্রবাজার সংলগ্ন বাগানটি শহিদ মুক্তিযোদ্ধা আবদুল মালেকের পরিবারের সম্পত্তি। ২০০৪ সালে ওই মুক্তিযোদ্ধার ১৫ জন ওয়ারিশ প্রায় চারশ শতাংশ জমিতে বিভিন্ন জাতের গাছ রোপণ করেন।
মোজাহেরুল হক চৌধুরী জানান, দুর্বৃত্তরা দা, কিরিচ ও গাছ কাটার সরঞ্জাম নিয়ে বাগানের গাছ কাটে। রাত ২টার দিকে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
আরেক বাগান মালিক নুরুল আবছার বলেন, ‘আমরা বাগানে একাশি, মেহগনি, ইউক্যালিপটাস ও সেগুন গাছ লাগিয়েছিলাম। রাতের আঁধারে এসব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।’
গাছগুলোর বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর বলেও জানান নুরুল।
ওসি মাহবুব মিল্কী বলেন, একদল দুর্বৃত্তের গাছ কাটার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় বাগান মালিক মোজাহেরুল জিডি করেছেন।