নোয়াখালীর সদর উপজেলায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে তুলে নেয়ার পর দুপুরে কিশোরীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত কিশোরীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে কিশোরী ঘর থেকে বের হয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল। পথে মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ওই তরুণ তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে মাইজদীর কোনো এক বাসায় নিয়ে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করে।
পরে কিশোরী তার বড় বোনকে ফোনে বিষয়টি বলে দেয়ায় তরুণটি তার বন্ধুদের নিয়ে তাকে হত্যা করে। হত্যাকারীরা কিশোরীর লাশ হাসপাতালে নিয়ে এলে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই তরুণকে আটক করে।
সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, আটক তরুণ জানিয়েছে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সকালে তার সঙ্গে মাইজদীর একটি বাসায় ছিল কিশোরীটি। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোরী আত্মহত্যার চেষ্টা করে।
পরে তাকে হাসপাতালে আনার পর সে মারা যায়। এ ঘটনায় তরুণকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।