মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ও সাহিত্য উৎসব। মাদারীপুর শকুনি লেক পাড়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
শুক্রবার রাত আটটার সময় ৩ দিনব্যাপী এই বইমেলা ও সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
বইমেলা উদযাপন পরিষদের সভাপতি খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মাসুদ সুমন।
প্রতি বছরের মতো এ বছরও একজন লেখককে বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে চালু করা সুনীল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর বইমেলায় সুনীল সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি দুলাল সরকার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কবি দুলাল সরকারের হাতে সুনীল সাহিত্য পদক তুলে দেন।
এ বছর বইমেলায় মাদারীপুর জেলার যেসব লেখক সাহিত্যিকদের বই এসেছে তারা হলেন ছোটগল্প লেখক রিপনচন্দ্র মল্লিক, কবি সুবল বিশ্বাস এবং নাসিমা আক্তার।
বইমেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় শহীদ মিনার চত্বরে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।