নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার এক বাকপ্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শুক্রবার ভোরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল নিউজবাংলাকে বলেন, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ওই তরুণী ধর্ষণের শিকার হন কয়েক মাস আগে। অন্তঃসত্ত্বা হলে বুধবার ঘটনাটি জানাজানি হয়। ওই দিনই সুবর্ণচর থানায় মামলা করেন তার মা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণীর বাবাও প্রতিবন্ধী। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কয়েক মাস আগে তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে ওই যুবক তরুণীকে ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়, তরুণী বাকপ্রতিবন্ধী হওয়ায় চিৎকার দিতে পারেননি; কাউকে বলতেও পারেননি। গত বুধবার সকালে পেটের ব্যথায় কান্নাকাটি করলে মা কারণ জানতে চান। তখন তরুণী ইশারায় জানান, তিনি অন্তঃসত্ত্বা এবং ওই যুবক তাকে ধর্ষণ করেছেন। পরে চিকিৎসকের কাছে গিয়ে তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্বজনরা নিশ্চিত হন।