কুমিল্লায় জমি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত মো. ইব্রাহীমের বয়স ৬০ বছর। তিনি বি-চাপিতলা গ্রামের বাসিন্দা।
আটক সাগরের বয়স ২৫ বছর। তিনি দেবিদ্বার সদর মোল্লা বাড়ির জাকির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ইব্রাহীম তার ভাতিজা এরশাদের জমি চাষাবাদ করতেন। শুক্রবার সকাল ৮টার দিকে জমিতে কাজ করতে যান তিনি। এ সময় ওই জমি জোরপূর্বক চাষ করতে যান চাপিতলার বাতেন মোল্লার ছেলে ছালাউদ্দিন। ইব্রাহিম বাধা দিলে ছালাউদ্দিন ও তার গাড়িচালক সাগর তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে ছালাউদ্দিন তার মাথা মাটিতে চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহীম।
ইব্রাহীম হত্যা মামলায় সাগরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: নিউজবাংলা
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ছেলে ফারুক মিয়া হত্যা মামলা করেছেন। মামলায় আটক সাগরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূল আসামি ছালাউদ্দিনকে ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমানও তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।