সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ লাখ ৪৪ হাজার টাকা, ৩২ বান্ডিল টিন এবং ৭ টন চাল দেয়া হয়েছে।
শুক্রবার দুপরে ঘটনাস্থলে গিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ এই সহায়তা সামগ্রী তুলে দেন।
সহায়তা দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান।
৩৭টি পরিবারকে ৫ হাজার টাকা করে এবং ৫৩টি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৯০টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত সাত মন্দিরে সাত টন চাল ও ৩২টি পরিবারকে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য এক বান টিনসহ ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষকে আসামি করে দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যারা এমন ঘটনা ঘটিয়েছে, ভাবতে হবে কারা এমন শত্রু। তাদের যে পরিচয়ই থাকুক না কেন ছাড় দেয়া হবে না।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে এক যুবকের ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লার ওই গ্রামে ১৭ মার্চ হামলার ঘটনা ঘটে।
অবশ্য তার আগের দিনই অভিযুক্ত যুবককে পুলিশের কাছে তুলে দেয় গ্রামের কয়েকজন হিন্দু লোক।