ওসি জানান, বাড়ির সামনের রাস্তা সংস্কারের জন্য মাটি স্তূপ করে রাখা ছিল। বিকেলে ওই তিন শিশু রাস্তায় খেলার সময় তাদের উপর স্তূপকৃত মাটি ধসে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো কিশামত সদর গ্রামের দুই ভাই সাত বছর বয়সী আব্দুল আলী ও চার বছর বয়সী আবির আলী এবং তিন বছর বয়সী রিফাত মিয়া। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বাড়ির সামনের রাস্তা সংস্কারের জন্য মাটি স্তূপ করে রাখা ছিল। বিকেলে ওই তিন শিশু রাস্তায় খেলার সময় তাদের উপর স্তূপকৃত মাটি ধসে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।