চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। আহত কলেজছাত্র সাফায়েত হোসেন নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় দুইজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আহত ওই কলেজছাত্র খুলশী থানা এলাকার রেলওয়ে কলোনির বাসিন্দা। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মীর হোসেনের ছেলে।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচ কেন্দ্রে (আইসিউ) স্থানান্তর করা হয় তাকে।
খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত দশটার দিকে টাইগারপাস থেকে লালখানবাজার যাওয়ার পথে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে দুইজন দুর্বৃত্ত। এ সময় তারা ওই ছাত্রের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।’
এটি ছিনতাই কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ছাত্রের মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এটা ছিনতাই বলে মনে হলেও এখনও নিশ্চিত না, এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’