সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন।
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর সদরের অংশে বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাসিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন অটোরিকশার চালক মো. আশিক এবং দুই যাত্রী মো. সাকিব ও রাশেদুল ইসলাম। আশিকের বাড়ি শাহজাদপুরের দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লায়। যাত্রীরাও ওই এলাকা থেকে অটোরিকশায় উঠেছিলেন।
শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম নিউজবাংলাকে বলেন, ‘রাতে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বিসিক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি বিসিক বাসস্ট্যান্ড থেকে যাচ্ছিল বাঘাবাড়ির দিকে।
মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: নিউজবাংলা
‘পথে পৌর সদরের হাইলাগাটি ব্রিজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন। আর ট্রাক উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।’
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।
এসআই হাসিবুল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই সেখানে যাই আমরা। ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপারকে পাওয়া যায়নি।’
তিনি জানান, অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।