বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগ নেতার কবজি কাটার আসামি ১৬ জন

  •    
  • ১৯ মার্চ, ২০২১ ০০:৩৮

মঙ্গলবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় হামলা হয় আতাউর রহমান মিন্টুর ওপর। এ সময় তার ডান হাতের কবজি কেটে নেয়া হয়। তার অপর হাত ও দুই পায়েও কোপানো হয়। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

কুড়িগ্রাম ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান মিন্টুর কবজি কেটে নেয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

ভুক্তভোগী আতাউরের বাবা আলতাফ হোসেন সরকার বৃহস্পতিবার বিকালে এই মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪-৫ জনকে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার এ সব তথ্য নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে উলিপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন থেকে আসামি মেহেদী হাসান বাঁধনের মোটরসাইকেলসহ চারটি হেলমেট জব্দ করা হয়েছে।

এ হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সহকারী অধ্যাপক রাম গোপাল সরকার, প্রভাষক হারুন অর রশীদ, সুরাইয়া আকতার ও মামুন সেলিম।

এছাড়া শহরের ঘোষপাড়া এলাকায় সমাবেশ করেন জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।

সেখানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিছুর রহমান চাঁদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক মঞ্জহুরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হাসান।

গত মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় হামলা হয় আতাউর রহমান মিন্টুর ওপর। এ সময় তার ডান হাতের কবজি কেটে নেয়া হয়। তার অপর হাত ও দুই পায়েও কোপানো হয়। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

এ বিভাগের আরো খবর