চট্টগ্রামের হালিশহর থানার মাদক মামলায় আপন দুই ভাইকে কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত। এদের একজনের কারাদণ্ড হয়েছে ছয় বছরের, আরেকজনের পাঁচ বছরের।
বৃহস্পতিবার বিকালে চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া এ রায় দেন।
দণ্ডিত মো. মুসলিম ও মো. সাইফুল হালিশহর থানার বউবাজারের বাসিন্দা।
মুসলিমকে ছয় বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিামানা এবং সাইফুলকে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাদের।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ নিউজবাংলাকে জানান, ২০১৫ সালের ২১ মে ৮০০ ইয়াবাসহ হালিশহর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০২০ সালের ৭ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শুরু হয়।