বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেশা করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ২৩:৪৮

‘রাজিব বাঘার হাত এবং মুখে ড্যান্ডি গাম দিয়ে নেশা করার পলিথিন মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, নেশা করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ব‌রিশা‌লে নেশা করতে গিয়ে প্রাণ হারালেন ১৬ বছর বয়সী এক কিশোর। তার নাম রাজিব বাঘা।

বুধবার মেহেন্দিগঞ্জ উপ‌জেলার উলানিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে।

এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয় ময়নাতদন্ত। এর পরেই বিষয়টি জানাজানি হয়।

মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, রাজিব বাঘা চানাচুর বিক্রেতা ছিল। বাবা তার খোঁজ-খবর রাখতেন না। ধীরে ধীরে সে ড্যান্ডি নামে পরিচিত নেশায় আসক্ত হয়ে পড়েন।

রাজিব উলানিয়া বাজার সংলগ্ন একটি দোকান ভাড়া নিয়ে সেখানেই বসবাস করত। মঙ্গলবার রাতে চানাচুর বিক্রি শেষে ওই দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে।

বুধবার বেলা ১২টার দিকে দোকানের মধ্যে রাজিবের মোবাইল ফোন বাজছে শুনে বন্ধুরা তাকে ডাকাডাকি করে। কিন্তু সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ দোকানের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

এসআই মিজান বলেন, ‘রাজিব বাঘার হাত এবং মুখে ড্যান্ডি গাম দিয়ে নেশা করার পলিথিন মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, নেশা করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর